সিরাজগঞ্জের তাড়াশে নসিম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এতে আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর নামকস্থানে।
নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১০) ও নসিমন গাড়ীর যাত্রী কোহিত গ্রামের মৃত. বাহাদুর আলীর ছেলে হায়কত আলী (৫০)। আহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের মেয়ে তুবা খাতুন (৮মাস) ও কোহিত গ্রামের আব্দুল হালিমের ছেলে মকুল হোসেন (৪৪)।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গরুবোঝাই একটি নসিমন গাড়ী হাটে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিকে থেকে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আর আহত দুজনকে প্রথমে তাড়াশ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজেদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজন মারা যায়। অপর দুজন গুরুত্বর আহত হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেকে/ এমএস