শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
বুধবার (৮ অষ্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ মেঘমালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির প্রমুখ।
বক্তারা কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কেকে/ এমএস