‘কন্যাশিশু স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস এবং সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার।
বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র রায়, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, ছাত্র প্রতিনিধি নুর আলম মিয়া নুর, মুষ্ঠির শক্তি মহিলা সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এবং শিক্ষার্থী শ্রাবণ, রুমু ইয়াকিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুরা আজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের প্রতিটি স্তরে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষার আলো থেকে যেন কোনো কন্যাশিশু বঞ্চিত না হয় সে দায়িত্ব নিতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ পরিবেশ সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। কন্যাশিশুরা শুধু ভবিষ্যতের মা নয়, তারা আগামী দিনের নেতৃত্বের প্রতীক। তাদের স্বপ্ন, সাহস ও মেধাকে বিকশিত করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
কেকে/বি