দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাকি টাকা চাওয়ায় ক্যান্টিন পরিচালককে শিক্ষার্থী কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আনুমানিক রাত ৮টার সময় ক্যান্টিনে বাকি টাকা নিয়ে বিজয় ২৪ হলের ক্যান্টিন পরিচালক জহুরুলকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম মারধর করেন।
ক্যান্টিন পরিচালক জহুরুল বলেন, আজ রাত ৮টার দিকে উনি দোকান থেকে জিনিস নেয়, পরে বলে, বাকিতে লিখতে। আমি বলি যে আপনি বাকি নিবেন সেই কথা আগে বলবেন না। আগেরই তো অনেক বাকি আছে সেগুলো এখনো দেন নাই। আটশো টাকা বাকি আপনার। তখন সে বলে তোর ব্যবসা আমি করাচ্ছি। তুই এখানে ব্যবসা করিস বিদ্যুৎ বিল দিস না, চাঁদা দিস না বলে আমাকে খাচার ভিতর দিয়ে হাত দিয়ে থাবা দেয়।
পরবর্তীতে আবার রুমে গিয়ে পাইপ নিয়ে এসে পাইপ দিয়ে মারা শুরু করে। আমি দোকান থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে লোক ডাকতে যাই। আমি বলতে থাকি আমাকে মারতেছে আপনারা বাঁচান। সেরকম লোকজনও ছিল না। পরে এক ভাই এগিয়ে এসে মারামারিটা থামায় নইলে মার খেয়ে আমাকে হাসপাতালে যেতে হতো। এর আগেও উনি আমাকে বকাঝকা করেছে, মেরেছে।
বিজয় ২৪ হলের এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, গত রমজান মাসের আগে জাহাঙ্গীর ভাইয়ের থেকে জহুরুল ভাই টাকা পেতো উনি টাকা না দিয়ে খারাপ আচরণ করেছে। মারধরও করেছে। আমরা তো জহুরুল ভাইকে ভালোই দেখি।উনি ভালোভাবেই ক্যান্টিন পরিচালানা করেন। এমন ঘটনা দুঃখজনক।
বিজয় ২৪ হলের হলসুপার প্রফেসর ড. মো. আরিফুজ্জামান বলেন, আমরা ঘটনা শুনে হলে এসেছি প্রক্টর স্যারেরাও এসেছেন। পুরো ঘটনা বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ঘটনার সত্যতা জানতে চেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গিয়েছে। ময়মনসিংহ থেকে পড়তে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং ১৮ ব্যাচের জাহাঙ্গীর আলম বর্তমানে ২১ ব্যাচের সাথে পড়াশোনা করছেন।
কেকে/বি