গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নীচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনার ভাগাড়ে এ অভিযান শুরু হয়।
স্থানীয় সচেতন নাগরিক ফোরামের সহযোগীতায় এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী যোগ দেন।
আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান আকন্দ বলেন, ‘বদলে যাবো আমরা বদলে যাবে দেশ- এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন শ্রীপুর গড়তে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় আগামীর বাসযোগ্য একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো।’
তিনি আরও বলেন, ‘সবার প্রতি বিনীত অনুরোধ- যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আমরা আমাদের শ্রীপুরকে পরিচ্ছন্ন মডেল নগরী হিসেবে গড়ে তুলব। যাতে সারা দেশের প্রত্যেকটি থানার মানুষ এটাকে উদাহরণ হিসেবে নিতে পাড়ে। এতে পুরো দেশটাই পরিচ্ছন্ন দেশে পরিণত হবে।’
কেকে/ এমএ