সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
বেগম রোকেয়া
পাথর চুমকি ও পুঁতি সুঁই সুতায় স্বাবলম্বী নারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:২৯ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

রংপুর নগরীর রবার্টসন্স গঞ্জ মহল্লার প্রায় নারীরা শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিচ ও ওড়নায় পাথর, চুমকি ও পুঁতি বসানোর কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। তবে মজুরি পান পরিশ্রমের তুলনায় অনেক কম। এই নারীরা গৃহস্থালির কাজ ও লেখাপড়ার ফাঁকে ফাঁকে এসব পরিবারের গৃহবধূ ও মেয়েরা শাড়ির সৌন্দর্য বৃদ্ধির কাজ করে পুরুষদের পাশাপাশি সংসারে আর্থিক স্বচ্ছলতা আনছেন। শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিচ ও ওড়নায় পাথর, চুমকি ও পুঁতি বসানোর পর ওই পোশাক রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শো-রুমে চড়া দামে বিক্রি হচ্ছে তাদের নিপুণ হাতের কারুকার্য সামগ্রী।

রংপুর নগরীর ইস্পাহানী-৩ ক্যাম্প ঘুরে দেখা গেছে, সেখানে চার শতাধিক পরিবার বসবাস করছেন। এর মধ্যে দেড় শতাধিক পরিবারের বিভিন্ন বয়সের মেয়েরা ছোট্ট একটু জায়গায় শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিচ, ওড়নায় পাথর, চুমকি ও পুঁতি দু’আঙ্গুলের ফাঁকে সুঁই সুতা আর বিষেশ ধরনের গামের সাহায্যে কাপড়ে বসাচ্ছেন।

গৃহিনী মরিয়ম জানান, ক্যাম্প ও আশপাশের কিছু কাপড় ব্যবসায়ী শোরুম মালিকদের কাছ থেকে পুঁতি, পাথর ও চুমকিসহ পোশাক কারুকাজের বিভিন্ন উপাদান এনে তাদের কাছে সরবরাহ করেন। তারা শুধু সেসব দিয়ে শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস, ওড়নায় নতুন নতুন ডিজাইনের কারুাজ করেন। এক্ষেত্রে বিভিন্ন শাড়ি ও পোশাকের জন্য বিভিন্ন মজুরি আছে। আবার কাজের তারতম্যের ওপরও মজুরি কমবেশি হয়ে থাকে বলেও জানান তিনি। 

তিনি আরো জানান, একটি সুতি শাড়িতে কাজ করলে ১৫০ থেকে ২শ টাকা পাওয়া যায়। আবার জরজেট শাড়িতে কাজ করলে ৩শ টাকা পাওয়া যায়। তবে কাতান শাড়ির মজুরি এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। লেহেঙ্গা ও থ্রি-পিচের কাজের মজুরি নির্ভর করে কাপড়ের মানের ওপর।

স্কুলছাত্রী লায়লা জানান, সাধারণ একটি সুতি শাড়িতে একজন কাজ করলে এক দিনে, জরজেট শাড়িতে এক সপ্তাহে ও কাতান শাড়িতে ২০ দিনে সুঁই সুতা আর পুথির কারুকাজ করা সম্ভব। তবে তারা অধিকাংশ কাজই সংসারের বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে করে থাকেন। শাপলা আক্তার জানান, প্রায় পাঁচ বছর ধরে তার বোন ও মায়ের পাশাপাশি তিনিও এই কাজ করছেন। এর মাধ্যমে যা আয় হয়, তা দিয়ে প্রাইভেট শিক্ষকের বেতন ও তার নিজের হাত খরচ চালান।

কারুশিল্পি আয়শা খাতুন ও মোরশেদা বেগম জানান, শাড়িকে আকর্ষণীয় করে তুলতে ব্যবসায়ীরা তাদের কাছে শাড়ি কারুকাজ করার অর্ডার দেন। কিন্তু কাজের বিনিময়ে তারা যে মজুরি পান তা পরিশ্রমের তুলনায় অনেক কম। 

তারা বলেন, এগুলো খুব সুক্ষ্ম কাজ করি আমরা। সব কাজে আমাদের সবসময় চোখ লাগিয়ে থাকতে হয়। এতে করে আমাদের চোখে সমস্যা হয়। দেশে করোনার কারণে শাড়ির কাজে কিছুটা মন্দাভাব দেখা দিলেও বর্তমানে প্রতিমাসে দুই থেকে তিনশ শাড়ির কাজ হচ্ছে। অবরোধের আগে এ সংখ্যাটা ছিল প্রায় চারশ। দুই ঈদ, পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ ও পূজার সময় কাজের পরিমাণ অনেক বেড়ে যায়।

রংপুর নগরীর শোরুম ব্যবসায়ীদের কাছ থেকে শাড়ি ও বিভিন্ন উপকরণ কমিশনের মাধ্যমে এনে সরবরাহ করেন শিরীন আক্তার। তিনি জানান, তার মতো আরো অনেকে বিভিন্ন মহাজনের (শোরুমের মালিক) কাছ থেকে কমিশনের মাধ্যমে শাড়ি আনা-নেওয়ার সঙ্গে যুক্ত আছেন। শাড়ি প্রতিতিনি ২০ টাকা কমিশন পেয়ে থাকেন বলে জানান।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close