নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
সোমবার (৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণ সমাজকে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় ইমতিয়াজ বকুল বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পুনর্গঠন শুধু রাজনীতির নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। আমাদের তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে, যারা সততা, দায়িত্ববোধ ও সাহসিকতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বুকলেটের মাধ্যমে আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন ,“আমরা সবাইকে একত্রিত করতে চাই, জনগণের অধিকার, সুশাসন ও স্বচ্ছ রাজনীতির জন্য। তৃণমূল থেকে শুরু করে প্রত্যেক মানুষকে আমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, খোকা মোল্লা ও স্বাধীন মোল্লা।
এ ছাড়া জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আল আমিন অভি, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহান সরকার উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ইমতিয়াজ বকুল নিয়মিত তৃণমূলের মানুষের সঙ্গে সংযোগ রাখেন এবং বিএনপির নীতি ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরছেন। তার এই বুকলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কেকে/এমএ