বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষক আলোর দিশারী’ শীর্ষক আলোচনা সভায় ৩২ গুণী শিক্ষকের হাতে উত্তরা পাবলিক লাইব্রেরির সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকালে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা কমিউনিটি সেন্টারে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন আলোচনা সভার সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, প্রধান আলোচক অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, বিআইআইটি মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট্রি বোর্ড মেম্বার ফেরদৌস খান আলমগীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞান দেন না, তারা সমাজ গঠনের কারিগর। আজকের শিক্ষার্থীর হাতে আগামী দিনের বাংলাদেশ। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে সর্বদা পাশে থাকবে।
আলোচনায় উত্তরা পাবলিক লাইব্রেরির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তারা আরো বলেন, উত্তরা পাবলিক লাইব্রেরি সমাজে জ্ঞানের আলো প্রজ্জলনে যেভাবে অবদান রেখে চলছে তা সত্যিই অনস্বীকার্য। শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা জানিয়ে সময়ের সেরা কাজটিই করেছে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএনসিসি অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ঝলক ফাউন্ডেশনের ট্রাস্টি ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল ও সিনো ক্র্য মেরিটাইম সার্ভিসেস এর মেরিন ইঞ্জিনিয়ার ও ট্রেইনার মীর মাহমুদুর রহমান (দীপ্ত)।
এর আগে, শুরুতে বাচিকশিল্পী আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মোছলেহ উদ্দিন আহমেদ রনক, আহমেদ নাসির ও শ্রাবণী জামান তূর্ণাসহ অন্যরা বিএনসিসি টিমের সদস্যরা।
এ বছর উত্তরা পাবলিক লাইব্রেরি শিক্ষক সম্মাননা প্রাপ্তরা হলেন- আলোর ধারা স্কুলের সিনিয়র কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা কবিতা, উত্তরা গার্লস হাই স্কুলের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান, পেনটোন হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব ডা. মো. ইব্রাহিম খলিল, মামস্- এম. এ. আউয়াল মডেল স্কুল (ইংলিশ ভার্সন ক্যাম্পাস)-এর ভাইস প্রিন্সিপাল আসমা জামান, চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর মো. ইউনুস, কামারপাড়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) বিউটি আক্তার শ্যামলী, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম ফকির, হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল সীমা ইসলাম, ব্রাইটন একাডেমির কো-অর্ডিনেটর (হিফজ ও ইসলামিক স্টাডিজ) মাহমুদুল হাসান ও উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আফরোজা আক্তার রুনা।
এছাড়া দারুর আজহার মডেল মাদরাসার প্রভাষক ও কো-অর্ডিনেটর এইচ এম আবু সালেহ, লাইট হাউস ক্যারিয়ার কলেজের প্রভাষক ও কো-অর্ডিনেটর জেসমিন ইসলাম, আয়েশা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শাহজাহান, প্যারাডাইস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রেহানা পারভীন মুক্তা, সেন্ট লরেন্স স্কুল অব জুয়েলস-এর প্রিন্সিপাল হাসিনা আফরোজ খান, শহিদ এস এম মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হক, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহা. জাহিদুর রহমান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পরিচালক ও ইনচার্জ মো. আক্তারুজ্জামান, উত্তরা ক্রিডেন্স কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (ইংলিশ ভার্সন)-এর উপাধ্যক্ষ মেজর মোহাম্মদ সাইখুল ইসলাম (অব.), উত্তরা কলেজিয়েট স্কুলের কো-অর্ডিনেটর এন্ড এডমিন মো. হাফিজুর রহমান ও ন্যাশনাল পাবলিক কলেজের ভাইস প্রিন্সিপাল উম্মে জান্নাতুন নায়ীম।
আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ উত্তরার প্রিন্সিপাল ড. তারেক মো জায়েদ, তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভবন ইনচার্জ/নায়েমে তালিয়াত মো. ইমরান হোসাইন, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল আলম, হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াসমিন, ট্যালেন্ট ক্যাম্পাস কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান, জাহান ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ বিলকিস আক্তার, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা (১০ নং সেক্টর শাখা)-এর শাখা ইনচার্জ আতিকুর রহমান, সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের ইনচার্জ (জুনিয়র সেকশন) শামীমা আক্তার এবং শাহীন স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর আলমগীর হোসেন।
কেকে/ এমএস