মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫,
২৭ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
শিরোনাম: সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য না স্বাক্ষরকারী দলগুলো : বিএনপি      ১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর      গণভোট ইস্যুতে আজ সরকারকে বার্তা দেবে বিএনপি      জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ      দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত      নির্বাচন পেছালে ভেঙে পড়বে অর্থনীতি      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থী বিনিময় ও গবেষণায় নতুন দিগন্ত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১০:৫১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার শীর্ষ কিউএস র‌্যাংকপ্রাপ্ত কার্টিন ইউনিভার্সিটির মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার কার্টিন ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই কৌশলগত চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ও সামাজিক বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কার্টিনের খ্যাতনামা এনার্জি ইঞ্জিনিয়ারিং (Energy Engineering) প্রোগ্রাম অন্যতম কেন্দ্রবিন্দু হবে। এ চুক্তির ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে। 

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কার্টিন ইউনিভার্সিটির মালয়েশিয়া প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ প্রফেসর ড. ভিনসেন্ট লি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। 

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কার্টিন ইউনিভার্সিটির লার্নিং অ্যান্ড টিচিংয়ের ডিন প্রফেসর ড. ট্যাং ফি ই এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর প্রফেসর ড. খান।

অনুষ্ঠানে কার্টিন ইউনিভার্সিটি থেকে উপস্থিত ছিলেন একাধিক খ্যাতিমান একাডেমিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্য সেন্টার ফর নিউ অ্যান্ড সাসটেইনেবল এনার্জি রিসার্চ অ্যান্ড ভেঞ্চারের ডিরেক্টর প্রফেসর ইঞ্জি. ড. স্টেফানি এবং অ্যাসোসিয়েট ডিন (এক্সটার্নাল এনগেজমেন্ট) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জি. ড. লিম চিয়ে ইং। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডমিশন ও পাবলিক রিলেশনসের উপপরিচালক এবং প্রধান মো. জাহিদ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ড. ভিনসেন্ট লি বলেন, ‘এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।’

প্রফেসর ড. আনোয়ারুল কবীর তার বক্তব্যে বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই কার্যকর সহযোগিতার মাধ্যমে যৌথ সাফল্যের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর প্রফেসর ড. খান বৃহত্তর ভিশনের কথা উল্লেখ করে বলেন, ‘বিশ্বমানের গবেষণা, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে, প্রেসিডেন্সি ভবিষ্যতে আরও শীর্ষস্থানীয় ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলবে।’

এই অংশীদারিত্ব প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বমানের শিক্ষা ও গ্লোবাল গ্র্যাজুয়েট প্রস্তুতির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  প্রেসিডেন্সি ইউনিভার্সিটি   কার্টিন ইউনিভার্সিটি   চুক্তি স্বাক্ষর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তাড়াশে আ. লী‌গের ২ নেতা আটক
বডি ফিডিং সিষ্টেমে গাঁজা বিক্রি, ৩ নারী গ্রেফতার
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে বাবাকে হত্যা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ১১ লাখ টাকার মালামাল জব্দ
সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য না স্বাক্ষরকারী দলগুলো : বিএনপি

সর্বাধিক পঠিত

বিএনপির অভ্যন্তরীণ বিরোধ, ‘লোকাল প্রার্থী’ দাবিতে বিক্ষোভ
রৌমারীতে অবৈধ জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জামায়াতের পিঠে চড়ে আ.লীগের নীলনকশা
হবিগঞ্জ-১ আসন : সুজাতেই বিএনপির ভরসা নাকি নতুন মুখ?
পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলিতে তিন বাংলাদেশি আহত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close