ফরিদপুরের সদরপুরে ভ্যানচাপায় হামিম মোল্যা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর এলাকার মোল্যাডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হামিম মোল্যা ওই গ্রামের মো. বিল্লাল মোল্যার একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী ও শিশুটির স্বজনরা জানান, প্রতিদিনের মতো হামিম বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে সে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই দ্রুতগামী একটি ভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই হামিমকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আমরা খবর পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ আরআই