বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
রোববার (৫ অক্টোবর) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে তারেক রহমানের ৩১ দফা মোতাবেক দেশ পরিচালিত হবে। এজন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে গ্রাম থেকে শহর প্রতিটি বাড়িতে গিয়ে ৩১ দফা সম্পর্কে অবহিত করতে হবে। যেন মানুষ বুঝতে পারে ৩১ দফা অনুযায়ী দেশ পরিচালিত হলে সাধারণ জনগণ কি কি সুযোগ সুবিধা পাবে এবং দেশ কি করে নতুন করে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
কেকে/ আরআই