মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২৬৯ পিস ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৮ হাজার ৩০০ টাকা। এ সময় তাদের হেফাজতে থাকা একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
শনিবার (৪ অক্টোবর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর এলাকায় (সখিনা পাম্প সংলগ্ন) ইসলামপুরগামী সড়কে তল্লাশি চালিয়ে পিকআপ গাড়িসহ ওই তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার মারিয়ালি (কলাবাগান) গ্রামের রুহুল আমিন হাওলাদারের পুত্রর রায়হান হাওলাদার (৩৫), চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মাদ্রাসাপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক (৩২) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বারধার গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মো. আবু তাহের (৪৫)।
মো. আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীরা অবৈধভাবে চোরাচালানোর মাধ্যমে ভারত থেকে শাড়ি আমদানি করে বিক্রির উদ্দেশ্যে পিকআপ যোগে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসেন। পুলিশের তল্লাশিতে তারা ধরা পড়েন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’
কেকে/ এমএ