ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর চকবাজারসহ বিভিন্ন বাজারগুলোতে কাঁচামরিচের দাম হঠাৎ বেড়ে কেজি ৪০০ থেকে ৫০০ টাকায় পৌঁছেছে। কয়েক দিনের ব্যবধানে এমন উর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের ক্রেতারা। কাঁচাবাজারে উত্তাপে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা।
এদেকে আজ শনিবার (৪ অক্টোবর) বিকাল থেকে উধাও হয়ে গেছে কাঁচামরিচ। সরেজমিনে ঘুরে পৌরসভার সবচেয়ে বড় চকবাজারের ১টি দোকান ছাড়া কোনো দোকানে কাঁচামরিচের দেখা মিলেনি।
অথচ, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রতিকেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছিল। একদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে এক থেকে দেড়শ টাকা।
চকবাজারের বাজারের সবজি ব্যবসায়ী শাহ আলম জানান, গত কয়েকদিন আগে পর্যন্ত কাঁচামরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছিল। তবে হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হয়েছে।আমাদের পাইকারি কেনা ৩৮০ টাকা।
বাজারের আরেক সবজি ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, কয়েকদিনের বৃষ্টি ও পূজার ছুটির কারণে ভারত থেকে কাঁচামরিচের সরবরাহ বন্ধ রয়েছে। এজন্যই দাম বেড়েছে, এটি সাময়িক। কয়েকদিনের মধ্যে কমে যাবে।
কাঁচামরিচ কিনতে আসা ক্রেতা মাসুম মিয়া বলেন, কাল বাড়িতে সামাজিক অনুষ্ঠান। সারা বাজার খুঁজলাম। কাঁচামরিচের দেখা পাইনি। একটি দোকানে দাম চাইছে ৫০০ টাকা। গুনগত মান ভালো না বলে কেনা হয়নি। এখন পার্শ্ববর্তী উপজেলা হোমনায় কাঁচামরিচ কিনতে যেতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা বলেন, আমরা এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করব। কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়েও বাজার তদারকি করা হবে। প্রয়োজনে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এজে