জয়পুরহাটের কালাই উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কালাই পাঁচশিরা বাজারে অবস্থিত ইয়া ইলেকট্রনিক্স এ সংবর্ধনা দেয়।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
ইয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আবু ইউসুফ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বকুল, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান।
আয়োজকরা জানান, উপজেলার মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) পর্যায়ে গত এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৬৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যকে একটি সন্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান বলেন, ‘শুধু যে এ বছরই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে তা নয়, আমরা এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদেরও গত পাঁচ বছর ধরে সংবর্ধনা দিয়ে আসছি। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।’
কেকে/ এমএ