আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা-২০২৫”। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলার সব স্তরের সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ কর্মশালায় নির্বাচন কেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন নির্বাচনী দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্র ভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”
মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার কুরআনের আলোকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন।
মৌলভীবাজার-৪ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্যে বলেন, “গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী ভোট কেন্দ্র কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনী কর্মসূচি দায়িত্বশীলদের সামনে উপস্থাপন করেন। তিনি প্রতিটি ভোট সেন্টারে শক্তিশালী নির্বাচন কমিটি গঠনের আহ্বান জানান।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জেলা আমীর মো. শাহেদ আলী।
তিনি ছাত্র-ছাত্রী ও তরুণদের আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালার প্রধান অতিথি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনব্যাপী কর্মশালায় জামায়াতের সব রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাসহ সব স্তরের প্রায় ৭ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
কেকে/ এমএ