কুড়িগ্রামের উলিপুরে এক বেকার যুবকের জীবিকা অর্জনের পথ সুগম করতে ফুডকার্ট ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছেন জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে থেতরাই বাজারে জাহাঙ্গীর আলম নামে ওই যুবকের হাতে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোশাররফ হোসেন, শাহ আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফুডকার্ট হাতে পেয়ে জাহাঙ্গীর আলম বলেন, “এই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আমি নিজে কিছু করতে পারব, পরিবারকে নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারব।”
কেকে/ আরআই