সমুদ্রযাত্রী ফ্লোটিলা নৌবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিসমিল্লাহ এনএমএম জুলফিকার ফাউন্ডেশন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির আয়োজনে উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের জেলা সহ-সভাপতি হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন বলেন, মানবিক সহায়তা বহনকারী একটি নৌবহরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ। তারা বলেন, আমার ভাই ক্ষুধার্ত কেন? জাতীয় সংহতির জবাব চাই। বিশ্বব্যাপী যখন মানুষ ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে, তখন মানবিক সহায়তার জাহাজে হামলা চালানো মানবতার প্রতি চরম অমানবিকতা। এ ধরনের ঘটনা শুধু মানবিক সহায়তা কার্যক্রমকেই ব্যাহত করে না বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশ ও মানবাধিকার সংগঠনগুলোকে এ বিষয়ে আরও সরব হতে হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত ও মানবাধিকার কমিশনকে অবিলম্বে এ হামলার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা, বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং ক্ষুধার্ত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার বার্তা দেন।
এরআগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেকে/ আরআই