পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে বিগত ১৬ বছর জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট হিসেবে স্বৈরাচার হিসেবে যারা বসে ছিল। ছাত্র-জনতার আন্দোলনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই আমাদের দেশে কেউ কোনোদিন জগদ্দল পাথরের মতো, আর বসে থাকতে পারবে না।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতা যখন রাস্তায় আন্দোলন করেছে, তখন কোনো ধর্ম ছিল না। সব ধর্মের মানুষ আন্দোলন করেছে।
ডিআইজি আমিনুল বলেন, আমাদের সন্তনরা আন্দোলন করেছে—আমরা কোটা চাই না, মেধার ভিত্তিতেই আমরা চাকরি চাই। মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, মেধার ভিত্তিতে চাকরি হবে। মেধা দিয়ে জায়গা করে নিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির এমপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বোদা থানার ওসি আজিমউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ।
কেকে/এজে