ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আষাড়িচর থেকে সাইনবোর্ড ও মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ২০ কি. মি. যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।
বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট থাকে। দীর্ঘ যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা আটকে পড়েন। অনেকে গন্তব্যে পৌঁছাতে হাঁটতে শুরু করেন।
যাত্রী রাব্বি হোসেন বলেন, ‘যানজট মোগড়াপাড়া থেকে সাইনবোর্ড ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।’
আরেক যাত্রী মাফিয়া বলেন, ‘মদনপুরে অনেকক্ষণ ধরে বসে আছি। গাড়ি একটুও নড়ছে না। কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘বৃষ্টির কারণে এবং গাড়ির চাপ দ্বিগুণ হওয়ায় সাময়িকভাবে যানজট তৈরি হয়েছিল। বর্তমানে যানজট কেটে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
কেকে/ এমএস