টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম খাতেমন (৫৫)। তিনি ওই গ্রামের ব্যাটারি চালিত ইজি বাইক চালক শমসের আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খাতেমন ৩টি ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা সেতুর পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই খাতেমন ও ৩টি ছাগলের মৃত্যু হয়।
নিহত খাতেমন ১ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন, রেল পুলিশ এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
কেকে/বি