ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লাহ নামে এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।
মৃত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে হলেও তিনি দীর্ঘদিন ধরে নবীনগরের বিষ্ণরামপুর বাজার সংলগ্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চুরির মামলায় গ্রেফতার করা হয় আব্দুল্লাহকে। পরে তাকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয় বলে দাবি পুলিশের।
এদিকে আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।
আব্দুল্লাহর মা জোসনা বেগম বলেন, আমার ছেলে অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত, এভাবে জীবন দিতে হবে কেন?
এলাকাবাসীর দাবি, স্বচ্ছ তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ দ্রুত উদঘাটন করা হোক।
তাৎক্ষণিকভাবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সলিমগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/ আরআই