চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিনটি স্বর্ণের বারসহ মোছা. আসমা খাতুন (২৫) নামের নারী চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে দামুড়হুদার কামারপাড়া সীমান্ত থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি।
আসমা খাতুন কামারপাড়া গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন- উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী স্বর্ণ চোরাচালান করবে। এ তথ্যের ভিত্তিতে দামুড়হুদার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে আসমা খাতুনকে আটক করে। এ সময় তার কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪গ্রাম), একটি ব্যাটন মোবাইল ফোন ও নগদ ১৮০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৮ লক্ষ ৫৮ হাজার ৭৫৬ টাকা।
এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএ