সাম্প্রদায়িক গোষ্ঠী যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের তার নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর রায় বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে নির্বাচন নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে। তারা চায় না দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। তবে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের প্রচেষ্টা এবং সরকারের সদিচ্ছা থাকলে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তাই কোনো ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক শক্তির উত্থানে এ দেশের জনগণ বিচলিত হবে না। জনগণ চায় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই