শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে তাকে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে। কোনো অপ্রতিকর ঘটনা ঘটবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে। কেউ হামলার চেষ্টা করলে পূজামণ্ডপেই তাকে কঠোর হাতে দমন করা হবে।
এ সময় তার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই