কিশোরগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মাওলানা মো. কবির হোসাইন ন্যায়, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরে ব্যাপক গণসংযোগ করে ভোটের মাঠ গোছাচ্ছেন।
দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন কাকডাকা ভোর হতে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লার আনাচে-কানাচে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কোশল বিনিময় করে সকলের মন জয় করার চেস্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মো. কবির হোসাইন সকলের উদ্দেশ্যে বলেন, "আমরা জনগণের সেবক হবো, শাসক হবো না।" বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাকিল আহমেদ কাজল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদসহ কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
দলীয় নেতা কর্মীদের ভাষ্য মতে ইতোমধ্যে অনেকের মন জয় করে নিয়েছেন কবির হোসাইন।
কেকে/এআর