বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
খেলাধুলা
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন ভারত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ এএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৮:৩৫ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারটা দেখে-শুনেই খেলেন দুই ভারতীয় ওপেনার। দ্বিতীয় ওভারে চড়াও হতে চেয়েছিলেন অভিষেক শর্মা। কিন্তু ফাহিম আশরাফের করা বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারায় ভারত। শাহিন আফ্রিদির বলে সূর্যকুমার ও ফাহিম আশরাফের বলে শুভমান গিল আউট হলে চাপে পড়ে ভারত।

এমন অবস্থায় পাকিস্তান যখন জয়ের স্বপ্ন দেখা শুরু করে তখনই ঘুরে দাঁড়ান ভারতের দুই ব্যাটার তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। দুজনই দুর্দান্ত ব্যাট করতে থাকেন। দলীয় ৭৭ রানে সাঞ্জু স্যামসন ২৪ রান করে ফিরে গেলে আবারও কিছুটা চাপে পড়ে ভারত। পরে শিভম দুবে এসে তিলক ভার্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। কিন্তু ১৩৭ রানের মাথায় শিভম দুবে আউট হলে গেলে খেলায় উত্তেজনা ফিরে আসে। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই জয়ের দেখা পায় ভারত।

দলের পক্ষে তিলক ভার্মা ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক শর্মা ৫, সূর্যকুমার ১ ও গিল ১২ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন। আরেক ওপেনার ফখর জামানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৬ রান।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন ফারহান। তাতে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। ৩৫ বলে মাইলফলক ছুঁয়েছেন তিনি।

দশম ওভারে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফারহান ফিরলে ভাঙে ৮৪ রানের উদ্বোধনী জুটি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব। কুলদীপ যাদবের বলে বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান। 

দলীয় ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরই যেন ধস নামে পাকিস্তানের ইনিংসে। মোহাম্মদ হারিস-সালমান আলি আগারা দাঁড়াতেই পারেননি। বাকিদের আসা যাওয়ার মাঝেও ফখর জামান এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন। তবে ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৬ রানের বেশি করতে পারেননি তিনি। 

ফখর ফিরলে আর বেশিক্ষণ টিকেনি পাকিস্তানের ইনিংস। শেষ ২০ রান যোগ করতে তারা হারিয়েছে ৭ উইকেট। প্রথম তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। বোলিংয়ে ভারতের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন কুলদীপ। দুটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গঙ্গাচড়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭
পাবনা-৪ আসনে এনসিপির প্রার্থী ড. এমএ মজিদ
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ
পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close