নীলফামারী শহরে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল কায়েস।
আয়োজকরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে ও মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় পরিচালিত মাসব্যাপী ওই ক্যাম্পে জেলার ছয় উপজেলায় ছয় শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি চোখের অন্যান্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে; যা দীর্ঘমেয়াদে তাদের কর্মক্ষমতা ও জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।
মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘রোববার অনুষ্ঠিত ক্যাম্পে ২২০ জন চক্ষু রোগীকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ২০জন রোগীর ছানি অপারেশনের বাচাই করে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘চোখের আলো হারানো মানুষের কষ্ট অপরিসীম। তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা একটি মহৎ কাজ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও মরিয়ম চক্ষু হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরনের সেবামূলক কার্যক্রম দরিদ্র মানুষের জীবনে নতুন আশার আলোর সঞ্চার ঘটাবে।’
কেকে/ এমএ