বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা ২০২৫-এ আলীকদম উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। জেলার প্রতিটি উপজেলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যা পুরো বান্দরবান জেলায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আলীকদম উপজেলা দলের অনুশীলনের জন্য মাঠ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক দায়িত্ব পালন করে ১৬ ইস্ট বেঙ্গল আলীকদম সেনানিবাস। সম্পূর্ণ প্রতিযোগিতাজুড়ে আলীকদম উপজেলা দলের প্রতিটি খেলোয়াড় অত্যন্ত দক্ষতা ও নৈপুণ্য দেখিয়েছেন।
এ আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং পার্বত্য অঞ্চলের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করার এক মহৎ উদ্যোগ। এতে অংশগ্রহণকারীদের মাঝে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, দলগত চেতনা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব বিকশিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।
আলীকদম উপজেলা দলের এই অসাধারণ অর্জন কেবল খেলাধুলার অঙ্গনেই নয়, বরং সমগ্র বান্দরবান জেলার জন্য এক গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি ভবিষ্যতে নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক বান্দরবান রিজিয়ন সদর দপ্তর, অংশগ্রহণকারী সব দল, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন বান্দরবান রিজিয়ন কমান্ডার।
কেকে/ এমএ