সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। এরপর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, আসলেই কি রাজনীতির ময়দানে পা রাখছেন সাবেক এই ক্রিকেটার।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে পাইলট নিজেই এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন। জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার খবরটি কতটুকু সত্য সেটিরও উত্তর দিয়েছেন তিনি।
পাইলট বলেন, ‘আমি ক্রীড়া অনুরাগী মানুষ। আমার বাবা ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন, অধিনায়কত্বও করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে। আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। সব রাজনৈতিক দলের শ্রদ্ধা রেখেই বলছি আমার এখন কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না। এখন আমি রাজনীতি নিয়ে ভাবছিও না।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এই বক্তব্য দ্বারা স্পষ্ট বুঝিয়ে দিলেন, তার জামায়াতে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে তার কোনো সত্যতা নেই।
কেকে/এজে