‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও টিআইবি-সনাকের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার শেখ ইমাম মোশারফ, মো. তানজ্বীর ইসলাম, সুমনা পারভীন মিতা, সনাক সভাপতি মো. আকতারুল আলম, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আকতারুল ইসলাম প্রমুখ।
সভায় সনাক ও ইয়েস পরিচালিত জেলা তথ্য বাতায়ন স্টাডি উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, জেলার ৭৩টি দপ্তরের ওয়েবসাইটের মধ্যে ১৬টির তথ্য শতভাগ হালনাগাদ রয়েছে। স্টাডিতে প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
অপরদিকে, বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল।
সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। এ সময় সনাকের উপজেলা তথ্য বাতায়ন বিষয়ক স্টাডির পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া দিনব্যাপী ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে তথ্য অধিকার বিষয়ে সচেতন করে।
কেকে/ আরআই