হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আর সেই পূজাকে কেন্দ্র করে প্রতিবছর মুক্তি পায় নতুন নতুন সিনেমা। এসব নতুন সিনেমাকে ঘিরে সিনেমাপ্রেমীদের মাঝে লক্ষ্য করা যায় বেশ উৎসাহ উদ্দীপনা।
এ বছর পূজাতেও বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দেবের ‘রঘু ডাকাত’ এবং উইন্ডোজ প্রোডাকশন হাউজের ‘রক্তবীজ ২’। একদিন আগে মুক্তি পাওয়া এ দুই সিনেমা নিয়ে চলছে দর্শকদের মাঝে উন্মাদনা।
দুই বছর আগে ঘোষণা হওয়া দেবের ‘রঘু ডাকাত’ছবির জন্য অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকরা। অন্যদিকে অঙ্কুশের ‘রক্তবীজ ২’ এ নতুন অবতারে অঙ্কুশকে দেখার জন্য প্রতিক্ষার প্রহর গুনছিলেন দর্শকরা। পূজার আমেজে ছবি দুটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। তবে ছবি দুটি মুক্তি পাওয়ার আগে অ্যাডভান্স বুকিংয়ে বেশ সারা ফেলেছিল।
মুক্তির তিন দিনে এ পর্যন্ত দেবের অভিনিত ‘রঘু ডাকাত’ আয় করেছে ১ কোটি ৩২ লাখ টাকা এবং অঙ্কুশ অভিনিত ‘রক্তবীজ ২’ আয় করেছে ৭৩ লক্ষ টাকা। তবে এখন দেখার এটাই যে এ উৎসবের ছুটিতে অঙ্কুশের ‘রক্তবীজ ২’ কি টেক্কা দিতে পারবে দেবের ‘রঘু ডাকাত’ কে, নাকি শেষ পর্যন্ত এগিয়েই থাকবে ‘রঘু ডাকাত’!
কেকে/ এমএস