লোহাগাড়ায় শীগ্রই একটি টেকনিক্যাল কলেজ হবে বলে জানান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি ও লোহাগাড়ার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
নোবিপ্রবির ভিসি বলেন, আমি লোহাগাড়ার সন্তান, আপনারা সবাই আমার আপনজন। আমি আপনাদের সন্তান, এলাকার মানুষের প্রতি আমার মমত্ববোধ ও দায়িত্ববোধ রয়েছে। নাড়ির টানে সময় ফেলে ছুটি আসি প্রাণের লোহাগাড়ায়। আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এসব কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নোবিপ্রবির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছি এক বছরের কাছাকাছি হবে। নোয়াখালী প্রেস ক্লাবসহ সকল গণমাধ্যম কর্মীদের ভালবাসা, সহযোগিতা পেয়েছি। ওই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতাও পেয়েছি। পাশাপাশি আপনারা আমাদের এলাকার সাংবাদিক। আপনাদেরও আন্তরিক সহযোগিতা ও সাপোর্ট পেয়েছি।
ড. মোহাম্মদ ইসমাঈল বলেন, যতদিন বেঁচে থাকব, লোহাগাড়ার মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করবো। মানুষকে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। লোহাগাড়ায় শীঘ্রই একটি টেকনিক্যাল কলেজ হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। কর্মদক্ষ মানুষ তৈরী করতে হবে। সুন্দর বসবাসের উপযোগী ও বেকারত্ব দূর করতে হবে। আমি যতদিন আছি আপনাদের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরজা খোলা থাকবে। আমি সততা, ন্যায়পরায়ণ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করি। হারামের টাকা যেন পকেটে না ঢোকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই লোহাগাড়ার উন্নয়নে সবাই মিলে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।
লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী সদস্য সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বাপেক্স ডিজিএম ইঞ্জিনিয়ার আবুল কাসেম, ব্যবসায়ী হারুনুর রশিদসহ লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই