ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃতী শিক্ষার্থী আব্দুল্লাহ টিটু আসন্ন আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াড (আইআরও) ২০২৫’-এর ২৭তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি এই যোগ্যতা অর্জন করেন।
আব্দুল্লাহ টিটু ২০২৪ ব্যাচে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। বর্তমানে তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শৈশব থেকেই প্রযুক্তি ও রোবটিক্সে গভীর আগ্রহী টিটু ষষ্ঠ শ্রেণি থেকে উদ্ভাবনী কাজে যুক্ত হন। এরই ধারাবাহিকতায় তিনি রোবট লাইফি, স্মার্ট হোম অটোমেশন সিস্টেম, কিউব স্যাটেলাইট (ভার্সন ২.০), অটোমেটিক প্লাস্টিক ওয়েস্ট কালেক্টিং রোবট ও কোয়াডকপ্টার ড্রোনসহ একাধিক প্রকল্প তৈরি করেছেন।
শুধু তাই নয়, তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫-এ জাতীয় চ্যাম্পিয়ন, ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৪-এ জাতীয় চতুর্থ স্থান ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৪-এ ব্রোঞ্জ পদক।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি প্রতিযোগিতা আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে প্রতি বছর শতাধিক দেশের শিক্ষার্থীরা অংশ নেন। এবারের আসরটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট সিটিতে।
এই অর্জন প্রসঙ্গে আব্দুল্লাহ টিটু বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের বড় অর্জন। আমি চাই- এই সাফল্যের মাধ্যমে দেশের নাম বিশ্বে আরও উজ্জ্বল হোক।’’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ‘আমি ঈশ্বরগঞ্জ উপজেলায় আছি, উপজেলার প্রত্যেকটি অর্জন আমার কাছে গৌরবের।’
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা গর্ব প্রকাশ করেছেন এবং দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
কেকে/ এমএ