কাউনিয়ায় কৃষক দল নেতার লাশ উদ্ধার, প্রতিবেশী আটক
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

ছবি: প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া কৃষক দল নেতা মোবারক আলী (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টেপামধুপুর ইউনিয়নের চরগনাই শাহিন বাজারের পাশে জনৈক মমিনুলের বাড়ির রান্নাঘরের পিছনে মাটিতে পুতে রাখা লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক আলী টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং উত্তর বিশ্বনাথ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় শাহিন বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কৃষক দল নেতা মোবারক। শুক্রবার ভোরে ফ্লাস লাইট জালানো তার ব্যবহৃত মোবাইল ফোনটি প্রতিবেশী মমিনুলের বাড়ির পিছনে ধানক্ষেতে পাওয়া যায়। এরপর মোবারককে খুঁজতে থাকেন পরিবারের লোকজন ও এলাকার মানুষ।
খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সন্দেহভাজন মমিনুলের বাড়ির পিছনে গাছ লাগানো আলগা মাটি দেখতে পায় তারা। এ সময় কৌশলে মমিনুল পালিয়ে যান। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো লাশের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন! নিহতের স্বজনরা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, সুরতহাল রিপোর্টে মোবারকের মাথা ও পিঠে ধারালো অস্ত্রের গভীর কাটাক্ষত দেখা গেছে। মুখের ডান চোয়াল থেকে গলার পিছনের অংশ ও গলার বাম পাশের অর্ধেক গভীর কাটাক্ষতসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম ছিল।
ওসি বলেন, নিহতের মা মমেনা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় বিশ্বনাথ গ্রামের কোমল বৈরাগী ফকিরের ছেলে নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
কেকে/এআর