কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামনগর ছোয়ানি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সজল শিকদার ও তার ভাই সবুজ শিকদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের পাশের বাড়ি লিটন শিকদারের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় ওই পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে ছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে আশেপাশের মানুষ প্রথমে নিজেদের উদ্যোগে নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মেঘনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সজল ও সবুজ জানান, এই অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা প্রায় সব পুড়ে ছাঁই হয়ে গেছ।
মেঘনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত সহযোগিতার কারণে পাশের কয়েকটি ঘরের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সম্পদ অক্ষত রাখা সম্ভব হয়েছে।
এ ঘটনার পর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/বি