কুলদীপের বলে পারভেজ ইমনের বিদায়। ৪৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বুমরার বলে ছক্কা—বিরল দৃশ্যগুলোর একটি। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে লং অনের ওপর দিয়ে বুমরাকে ছক্কা মেরেছেন পারভেজ হোসেন। দূরত্ব ৮৫ মিটার।
পারভেজের ছক্কাটির আরেকটি বিশেষত্ব আছে। বুমরার আগের দুই ওভারে আটটি বল খেলেছেন পারভেজ। প্রতিবারই হিমশিম খেয়েছেন। কোনোমতে অষ্টম বলটিতে এক রান নিতে পেরেছিলেন। এবার সেই বোলারকেই মেরেছেন ছক্কা।
পঞ্চম ওভারে তিনটি বাউন্ডারি মেরেছে বাংলাদেশ। দুটি মেরেছেন পারভেজ হোসেন, একটি সাইফ হাসান। সব মিলিয়ে বরুণ চক্রবর্তীর করা ওভারটি থেকে এসেছে ১৩ রান।
পান্ডিয়ার দ্বিতীয় ওভারে ছয় বলই খেলেছেন সাইফ হাসান। প্রথম ও শেষ বলে মেরেছেন চার। দ্বিতীয় বলে নিয়েছেন ডাবলসও। সব মিলিয়ে পান্ডিয়ার ওভার থেকে সাইফ নিয়েছেন ১০ রান।
রান তাড়ার শুরুটা ভালো হলো না বাংলাদেশের। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভার থেকে উঠেছে ৪ রান। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার দ্বিতীয় বলেই ফিরলেন তানজিদ হাসান।
ফ্লিক করতে চেয়েছিলেন তানজিদ, বল লিডিং এজ্ড হয়ে ওপরে উঠেছে। সহজ ক্যাচ নিয়েছেন শিবম দুবে (৩ বলে ১ রান)।
৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান পারভেজ হোসেন। বুমরার পরের চার বলে কোনো রান নিতে পারেননি তিনি। তবে ওয়াইড+বাউন্ডারি থেকে জমা হয়েছে ৫ রান।
কেকে/এজে