২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখে বাংলাদেশ। সেই স্বপ্নকে টিকিয়ে রাখার লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে এ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল।
এই ম্যাচে পরিষ্কার ফেবারিট ভারত। তারা আসলে শিরোপারই সবচেয়ে বড় দাবিদার। ফলে এই দলকে হারাতে হলে অঘটন ঘটাতে হবে বাংলাদেশকে। কাজটা কঠিন হলেও টাইগারদের সে সামর্থ্য আছে নিঃসন্দেহে।
এর আগে, এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করে বাংলাদেশ দল।
বাংলাদেশ ও ভারতের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় ২০১৯ সালের পর ভারতকে টি-টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। মুখোমুখিতে ১৬-১ ব্যবধানে পিছিয়ে।
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে যদি বাংলাদেশ কোনোভাবে ভারতকে হারাতে পারে, তবে ফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা থাকবে।
কেকে/ এমএস