আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।
এর আগে প্রথম ইনিংসে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি ভারতের বিপক্ষে আগে ব্যাট করে এটাই পাকিস্তানের সর্বোচ্চ।
গ্রুপ পর্বের দেখায় ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে এবার সুপার ফোরের দেখায় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। তরুণ শাহিবজাদা ফারহানের ফিফটিতে শক্ত ভিত পায় তারা। সেখানে দাঁড়িয়ে দারুণ ফিনিশিং দিয়েছেন সালমান আলি আগা-ফাহিম আশরাফরা। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারত।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ফারহান।
কেকে/এজে