ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প’।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও ব্লাড গ্রুপিংয়ের ব্যবস্থা রাখা হয়। এ সময় মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম জায়েদ, ডিআইইউ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ক্যাম্প থেকে সেবা নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিদার আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। ছাত্রশিবির যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে।’
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে অধিকসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হবে।
ডিআইইউ শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা ভেবেছিলাম ১০০ জনকে সেবা দেব, কিন্তু তা দ্বিগুণ হয়ে গেছে। শিক্ষার্থীদের এ উৎসাহের কারণে আগামীকালও (২২ সেপ্টেম্বর) ক্যাম্প চলবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ থাকবেন।’
কেকে/ আরআই