বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      
ফিচার
শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে ওঠছে দেবী দুর্গার রূপ
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরতের আকাশে সাদা মেঘের ভেলা, আর দিগন্তে জুড়ে কাশফুলের মেলা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। এই ধর্মের মানুষের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। হিন্দু শাস্ত্র মতে, প্রতি বছর অসুরের বিনাশ করতেই মা দেবী দুর্গা ধরাধামে আবির্ভূত হন। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতেই এ পূজার আয়োজন।

দিন যতই এগিয়ে আসছে মণ্ডপগুলিতে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটির কাজ ও রঙ তুলির আঁচড়ে ততই মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ। তুলির আঁচড়ে সুন্দর করে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক ও মহিষাসুর, লক্ষী, স্বরস্বতি ও তাদের বাহনের প্রতিমা। পদ্ম ও শিউলি লাবণ্য ছড়িয়েছে, ঢাক-ঢোল বাজিয়ে দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) মহা ষষ্ঠী পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা এবং সপ্তমী, অষ্টমী ও নবমী শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসবের। 

এদিকে, হিন্দু পল্লীগুলোতে সাজ সজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে, ঘর-বাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন আলপনার ছাঁপ ও নতুন কাপড় কেনাকাটা। দেবীকে বরণ করতে বিশাল কর্মযজ্ঞ চলছে পত্নীতলার স্থায়ী-অস্থায়ী মণ্ডপগুলোতে। ঢাকের তালে আরতি আর উলুধ্বনিত মুখরিত হচ্ছে মণ্ডপগুলো। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার নওগাঁর পত্নীতলা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৭৯টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা সদরের কেন্দ্রীয় বাসুদেব মন্দির, শীবকালি মন্দির, ছোট চাঁদপুর, চকনিরখিন মোড়, পালশা, পুঁইয়াসহ কয়েকটি মণ্ডপে সরেজমিনে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন মালাকররা (কারিগর)। 

শিবকালী মন্দিরে কর্মরত দুলাল মালাকর জানান, এবার তিনি ৮ মন্দিরে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন মাটির কাজ শেষের দিকে রঙের প্রলেপ শুরু করবেন। 

পালশা মন্দিরে কর্মরত মালাকর দিলিপ কুমার জানান, সে প্রতিমা তৈরির কাজ স্বপ্নে শিখেছেন। দুই বছর ধরে তিনি এ কাজ করছেন। এবার তিনি ৩ টি প্রতিমার কাজ ধরেছেন। তবে এবার মজুরি কম। এই প্রতিমার জন্য ২০ হাজার টাকা চুক্তি হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক সবুজ সাহা বলেন, ‘এখন পর্যন্ত প্রতিমা ভাংচুর, হামলা বা কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ইউএনও, ওসি, গোয়েন্দা সংস্থার সদস্য ডিএসবি এনএসআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে।’

তিনি আরও বলেন, ‘পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা গজে আসবেন এবং দোলায় গমন করবেন।’

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি বিটে একজন বিট অফিসার থাকবে, মন্দিরে মন্দিরে আনসার ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ এবং অধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, আরও থাকবে টহল পুলিশ। এ ছাড়া, মন্দিরে মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে, মন্দির কমিটিকে সিসি ক্যামেরার কথা বলা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে। কেউ কোন বিশৃঙ্খলা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে।’
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন বলেন, ‘প্রতিটি মণ্ডপে সরকারি জিআরের ৫০০ কেজি করে চাল দেওয়া হবে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   দেবী দুর্গা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close