চট্টগ্রামের লোহাগাড়ায় তিন দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৪ সেপ্টেম্বর ) রাতে উপজেলার বড়হাতিয়া সেনেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা এবং মূল্য তালিকা জনসম্মুখে না থাকায় তাদেরকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ আরআই