বাংলাদেশ ইনস্টিটিউট অব পারসোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) কর্তৃক মর্যাদাপূর্ণ আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে আয়োজিত তৃতীয় আইপিএম এইচআর সামিট ২০২৫- অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার প্রফেসর ড. সোবহানীর হাতে ক্রেস্ট ও অ্যাওয়ার্ড সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কুমরুল আহসান, আইপিএমের সভাপতি ড. মো. মুশাররফ হোসেন, আইপিএমের মহাসচিব শাকিল মিরাজ।
প্রফেসর ড. সোবহানীর দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
কেকে/ এমএ