চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজঘাটায় সুমাইয়া গার্ডেন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
আমিরাবাদ ইউপি সদস্য ও বিএনপি নেতা নেজাম উদ্দীন মেম্বারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা খলিল চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনসার উদ্দীন, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মাস্টার আলী আহমদ, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাহাবউদ্দীন, নুরুল আলম কোম্পানি, শাহআলম, মাহাবুবুর রহমান, মাস্টার মোহাম্মদ আলী, মো.ইসহাক, আমিরাবাদ ইউপি সদস্য সাবেক মিলন কান্তি দাশ, যুবদল নেতা আবু তালেব রুবেল, শ্রমিকদল নেতা আবু তাহের, ডা.ইসমাইল, বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মো.মিনহাজসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্ববান জানান।
কেকে/বি