নীলফামারীতে সরকারি জমির উপর দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া উত্তোলনের অভিযোগে মসজিদ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির বিরুদ্ধে ওই সংবাদ সম্মেলন করেন বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভবানীগঞ্জ বাজারে সরকারি জমিতে অবস্থিত ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসিজেদ মার্কেট। মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে মার্কেটের দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘ দুই যুগ ধরে ব্যবসায় করে আসছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে গেল বছরে ২৫ ডিসেম্বর মার্কেটটি ভেঙ্গে দোতলা বিশিষ্ট নতুন মার্কেট নির্মাণ এবং নির্মাণ শেষে পূর্বের ব্যবসায়ীদের দোকান বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মালামাল সরাতে নোটিশ দেয় মসজিদ কর্তৃপক্ষ। নোটিশের প্রেক্ষিতে ১৫ দিনের মধ্যেই সাতজন ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নিয়ে দোকান খালি করে দেন। বাস্তবে নতুন মার্কেট নির্মাণ না করে গত ৪ সেপ্টেম্বর পুরোনো মার্কেট মেরামত করে মসজিদ কমিটির সভাপতি অকছেদ আলী কৌশলে লোক দেখানো খোলা ডাকের মাধ্যমে ২৯ লাখ টাকা জামানত ও মাসিক ২১ হাজার টাকা ভাড়ায় চারটি দোকান নতুনদের নামে ভাড়া দেন।
দোকানদার সাইফুল ইসলাম বলেন, ‘দোকানগুলোর জন্য জামানত দেওয়া আছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাদের কাছ থেকে দোকান ছিনিয়ে নিয়েছি। সরকারি জমিতে গড়ে ওঠা মার্কেট থেকে অবৈধভাবে ভাড়া আদায় করে মসজিদ কমিটির কিছু সদস্য তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করছেন। অবিলম্বে আমাদেরকে দোকান ফিরিয়ে দেওয়া হোক।’
ব্যবসায়ী লতিফুর রহমান বলেন, ‘ন্যায় বিচারের আশায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও লিখিত অভিযোগ দায়ের করেছি।’
অভিযোগের বিষয়ে অকছেদ আলী বলেন, “আমরা রেজুলেশন করেছি, মাইকিং করেছি। এরপর মসজিদে প্রকাশ্যে ডাকের মাধ্যমে দোকান ভাড়া দিয়েছি। ডাকে তারাও অংশ নিয়েছেন। অবৈধভাবে কোনো কাজ করিনি। মসজিদের স্বার্থেই দোকান নতুন করে ভাড়া দেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো ব্যক্তিস্বার্থ নেই।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ