কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকার নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের কবিরাজ মাওলানা আব্দুর রব (৭৩)। নিহত মা-মেয়ে এ কবিরাজের কাছে চিকিৎসা নিতেন।
র্যাব-১১ (সিপিসি-২) এর কোম্পানি উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, নিহত তাহমিনা বেগমের মোবাইল ট্র্যাকিং করে শেষ কল পাওয়া গেছে ওই কবিরাজের। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
সিসিটিভির ফুটেজে যা মিলেছে
রোববার সকাল ৮ টা ৮ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় টুপি পাঞ্জাবি পাজামা পড়া বাসায় প্রবেশ করে। বেলা ১১ টা ২২ মিনিটে সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই ব্যক্তিকে বাসা থেকে বের হতে। আবারও বেলা ১১টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন তিনি। তবে দুপুর ১ টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোন সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি।
বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা বলেন, আদালতের হিসাবরক্ষন কর্মকর্তা নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা আক্তার সন্তানদের নিয়ে এ বাসায় থাকতেন। তারা অন্য কারো সাথে তেমন কথা বলতেন না। গতকাল রাতে তার দুই ছেলে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখে। এ সময় তারা ভাবে তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢোকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন তারা নড়াচড়া করছে না। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গভীররাতে ঘটনাস্থলে আসে।
ধারণা করা হচ্ছে, সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ওই ব্যক্তিকেই আটক করা হয়েছে। তবে ওই ব্যক্তিই আটককৃত ব্যক্তি কিনা সেটি নিশ্চিত করেনি র্যাব বা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন।
কেকে/ আরআই