আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফিরোজ হায়দার লাভলু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু।
তিনি বলেন, ‘যদি জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে দেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট বা কোনো অন্যায় থাকবে না।
‘লালমনিরহাট-২ আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করব। এই আসনকে জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তুলব।’
ফিরোজ হায়দার লাভলু আরও বলেন, ‘সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্য নিশ্চিত করে একটি মানবিক, আধুনিক ও আত্মনির্ভরশীল লালমনিরহাট-২ গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’
তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত লালমনিরহাট-২ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন, সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন।
কেকে/ এমএ