লালমনিনহাটে দুর্ধর্ষ ছিনতাইকারী মাসুদ রানাকে (২৮) গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলার মহেন্দ্রনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী এলাকার গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল খালেকের ছেলে।
ডিবি পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের জামুরটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন সুলতানা ব্যাংক থেকে ২৮ হাজার ২০০ টাকা উত্তোলন করে অটোবাইকযোগে জেলা শহরের দিকে যাচ্ছিল। এ অবস্থায় ছিনতাইকারী মাসুদ অটোবাইকের পিছন নেয়। পথিমধ্যে মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় চলন্ত অটোবাইক থামিয়ে জোরপূর্বক টাকার ব্যাগ ও স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইকারী মাসুদ বহু দিন থেকে মোটরসাইকেলে হেলমেটে মুখ ঢেকে আদিতমারী টু সাপ্টীবাড়ী যাওয়া মহাসড়কের অটোবাইক যাত্রী বিভিন্ন নারীদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। সম্প্রতি দেখা যায়, কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জলী রানী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জেলা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তাকেও একই কায়দায় টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরে তার ব্যগ বাঁচাতে গিয়ে অটো থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন। কমলাবাড়ী বটতলা এলাকার মাওলানা জামাল উদ্দিনের ছেলের বউ শাকিলা নামের গৃহবধূ আদিতমারী থেকে সাপ্টীবাড়ী যাওয়ার প্রাক্কালে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ওই গৃহবধূও অটো থেকে পড়ে গিয়ে আহত হয়।
পরে নাসরিন ছিনতাইকারীকে চারিদিকে খোঁজাখুজি করে না পেয়ে বুধবার নিজে বাদী হয়ে আদিতমারী থানায় ছিনতাই ও চুরির একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করে। জেলা গোয়েন্দা শাখার একটি দল গত কয়েক দিন ধরে ঘটে যাওয়া ছিনতাইয়ের বিভিন্ন তথ্য মাধ্যমে প্রাপ্ত বিশ্লেষণপূর্বক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে আদিতমারী থানায় ছিনতাই মামলার আলোকে মাসুদ রানাকে জেলা সদরের মহেন্দ্রনগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে আসামীর দেওয়া তথ্যমতে তার বাড়ী থেকে হেলমেট, বিভিন্ন পোশাক, হাতঘড়ি ও মামলার বাদীর ২৮ হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জেলহাজতে পাঠানো হয়।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, ‘মাসুদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে চলন্ত হেলমেট পরিহিত অবস্থায় বিভিন্ন জায়গায় অটোবাইক মহিলা যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিল।’
কেকে/ এমএ