বাগাতিপাড়ায় সারের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম

ছবি: প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় সারের দাম বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চি ও গালিমপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
অভিযানে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯’-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে গালিমপুর বাজারের মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোরকে একই আইনের ৪০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীসহ বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষকদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে।
কৃষকদের স্বার্থ রক্ষায় এমন অভিযান চলবে বলে জানিয়েছেন মারুফ আফজাল রাজন।
কেকে/ এমএ