বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ১২:৩৬ পিএম

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ চলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হন।
এ সময় উচালিয়াপাড়া গ্রামের সমর্থক মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের ধাক্কা লাগে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের সঙ্গে। ঘটনাটি কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে মোশাররফ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মুজাহিদ তাকে আঘাত করেন।
এই ঘটনা থেকেই দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সংঘর্ষ থামে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/এআর