মানিকগঞ্জে গাঁজাসহ এক বিএনপি নেতাকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সোহাগ শিকদার (৩৫)। তিনি সদর উপজেলার বুরুন্ডী গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে এবং হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি স্থানীয় বরুন্ডী প্রগতি সংঘের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব জানান, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন মোবাইল কোর্ট পরিচালনা করে সোহাগ শিকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তাকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপপরিদর্শক সজীব বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেকে/এআর